মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আওয়ামী লীগ ১৭ বছর রাষ্ট্রীয় ক্ষমতা থেকেও তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলার সত্যতা প্রমাণ করতে পারেনি। বরং অন্যায়ভাবে আজ্ঞাবহ আদালত ও বিচারক দিয়ে তাকে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়েও গণতন্ত্রের মুক্তির সংগ্রামকে দমন করা যায়নি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে স্টেশন বাজার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে সদূর লন্ডনে বসেই দিন-রাত পরিশ্রম করেছেন। এই বাংলাদেশের মানুষের জন্য মুক্তির স্বপ্ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করেছেন, সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন। তার নেতৃত্বে বিএনপি ১৭ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের হারিয়ে, লাখ লাখ নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা, হাজার হাজার নেতাকর্মী জেলখানায় থাকার পরও তার নির্দেশে আমরা বাংলাদেশে গণতন্ত্রের মুক্তির সংগ্রাম করেছি। স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন করেছি।
শাহ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, আন্দোলনের একপর্যায়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সমর্থন ও জনগণের অংশগ্রহণে গণআন্দোলনে রূপ নিয়েছিল। সেই আন্দোলন একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আগামী দিনে তারেক রহমান রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করবেন এবং উন্নত, সমৃদ্ধ মর্যদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চতায় নিয়ে যাবেন। আমাদের প্রাণের দাবি অচিরেই তারেক রহমান বীরের বেশে সসম্মানে বাংলাদেশে গণতন্ত্রের মহানায়ক হিসেবে ফিরে আসবেন।
জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।