জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ভাঙার গান’ বইটি প্রকাশনার শতবর্ষপূর্তিকে স্মরণীয় রাখতে বাজারে এসেছে বিডব্লিওএম-নজরুল মডেলের ঘড়ি। ৩০ আগস্ট সোমবার রাত ৮টায় বাংলাদেশের সর্বপ্রথম একমাত্র ঘড়ি নির্মাতা কোম্পানি বাংলাদেশি ওয়াচ মেকার-বিডব্লিওএম এর শুভ উদ্বোধনী উপলক্ষে বিডব্লিওএম-নজরুল মডেলের ১০০টি ঘড়ি অনলাইন মার্কেটে অবমুক্ত করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ভাঙার গান’ বইটি ভারত থেকে প্রথম প্রকাশিত হয় ১৯২৪ সালের আগস্ট মাসে। সেই বইটিতে প্রথম গান ‘কারার ওই লৌহ কপাট’ ব্যাপকভাবে বৃটিশবিরোধী আন্দোলনে প্রভাব বিস্তার করেছিল। তৎকালীন বৃটিশ সরকার কবি কাজীয় নজরুলের ঐতিহাসিক সেই ভাঙার গান বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
পরবর্তীতে ১৯৪৯ সালে ভারত সরকার কবি কাজী নজরুল ইসলামের ‘ভাঙার গান’ বইটি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। ‘ভাঙার গান’ বইটিতে ‘কারার ওই লৌহ কপাট’ গানের ‘লাথি মার ভাঙ-রে তালা/যতসব বন্দী-শালা/আগুন জ্বালা,/আগুন জ্বালা’- এই পংক্তিগুলো বিডব্লিওএম-নজরুল ঘড়িতে স্মারক হিসেবে মুদ্রিত করা হয়েছে। বিডব্লিওএম কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাফিউল ইসলামের পিতা জামালপুরের মরহুম বিশিষ্ট আইনজীবী মো. নজরুল ইসলাম দুলুর মৃত্যুবার্ষিকী ৩০ আগস্ট এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ভাঙার গান’ বইটি প্রকাশনার শতবর্ষপূর্তি- এসবই আগস্ট মাসকে ঘিরে হওয়ায় এ মাসেই বিডব্লিওএম-নজরুল মডেলের ঘড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা নেন কর্তৃপক্ষ।
বাংলাদেশি ওয়াচ মেকার-বিডব্লিওএম এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাফিউল ইসলাম এই প্রতিবেদককে জানান, বাংলাদেশে ঘড়ি তৈরির সর্বপ্রথম কোম্পানিই হলো আমাদের এই বিডব্লিওএম কোম্পানি। বিডব্লিওএম-নজরুল ঘড়ি মূলত: ড্রেস ওয়াচ। জামালপুর পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নেয়া এই কোম্পানির প্রধান কার্যালয় ঢাকার রামপুরায়।
আরও পড়তে পারেন :