জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে স্বনামধন্য জাতীয় দৈনিক দিনকালের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১ সেপ্টেম্বর রবিবার দুপুরে দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজরের উদ্যোগে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এবং দৈনিক দিনকালের বকশীগঞ্জ প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম তোতা, যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাবেক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন। এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও প্রবীণ সাংবাদিক রাজ্জাক মাহমুদ, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক মনিরুজ্জামান লিমন বক্তব্য রাখেন।
এসময় উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আফজাল শরীফ, সদস্য শাহজাহান পারভেজ শাহীন, ইলিয়াছ শাহ, সাংবাদিক শাহনাজ পারভীন, হারুন উর রশিদ, রাসেল রানা, রিপন রাজ, এফএইচ ইমরুল কবির, সহকারী শিক্ষক আল আমিন, হাসিবুল হাসান শান্ত, এসএম সাকিব হাসানসহ দিনকালের পাঠকরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর দৈনিক দিনকাল প্রকাশনায় আসায় উপস্থিত সকল বক্তা ও পাঠকগণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং দিনকালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।