তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২ সেপ্টেম্বর সোমবার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন। পরে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ সাদা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
পরে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ সাদার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রূহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করা হয়।
মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ কে এম মুসা ও মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির আহ্বায়ক মনজুরুল ইসলাম, সদস্য সচিব আতিকুর রহমান সাজু ও যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম রুহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, যুবদলের আহ্বায়ক মনজু হোসেন, সাবেক ছাত্রদলরনেতা মনিরুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, গিয়াস উদ্দিন, মনিরুল ইসলামসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।