ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নকলায় ছাত্র আন্দোলনে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলো বিএনপি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুইজন নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে শেরপুরের নকলা উপজেলা বিএনপি। ৩০ আগস্ট শুক্রবার সকালে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ছেলে কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে দুই নিহতের পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার করে ১ লাখ টাকা তুলে দেন।

এ সময় প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হলো বাংলাদেশ। সেই স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে আসছিল। কিন্তু আমাদের ছাত্র-জনতার আন্দোলনের রোষানলে পড়ে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটি বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সফল হবে। তাদের আত্মা শান্তি পাবে।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক কামরুল আলম খান লিটনসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ (২৮) গত ৫ আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেট এসে লাগে চোখ-মুখসহ সারা গায়ে। এরপর সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়। এদিকে উপজেলার গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া এলাকার জুলহাস মিয়ার একমাত্র ছেলে নির্মাণ শ্রমিক মো. শফিক (৩০) গত ৪ আগস্ট বিকেলে ঢাকার কাচপুর সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় ছাত্র আন্দোলনে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলো বিএনপি

আপডেট সময় ০৪:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুইজন নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে শেরপুরের নকলা উপজেলা বিএনপি। ৩০ আগস্ট শুক্রবার সকালে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ছেলে কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে দুই নিহতের পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার করে ১ লাখ টাকা তুলে দেন।

এ সময় প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হলো বাংলাদেশ। সেই স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে আসছিল। কিন্তু আমাদের ছাত্র-জনতার আন্দোলনের রোষানলে পড়ে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটি বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সফল হবে। তাদের আত্মা শান্তি পাবে।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক কামরুল আলম খান লিটনসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ (২৮) গত ৫ আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেট এসে লাগে চোখ-মুখসহ সারা গায়ে। এরপর সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়। এদিকে উপজেলার গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া এলাকার জুলহাস মিয়ার একমাত্র ছেলে নির্মাণ শ্রমিক মো. শফিক (৩০) গত ৪ আগস্ট বিকেলে ঢাকার কাচপুর সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন।