বাংলারচিঠিডটকম ডেস্ক:
গাজা যুদ্ধে ১১ মাসে ইসরাইলি হামলায় এই পর্যন্ত অন্তত ৪০,৫৩৪ জন নিহত হয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ২৮ আগস্ট বুধবার এই কথা জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় গাজায় গত ২৪ ঘন্টার মধ্যে ৫৮ জন মারা গেছে। এই ছাড়াও গতবছর অক্টোবরে গাজায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে তারা এই পর্যন্ত আহত ৯৩,৭৭৮ জনের তালিকা তৈরি করেছে।