জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির তিন যুগ্ম-আহ্বায়কের নেতৃত্বে ১৪ আগস্ট বুধবার বিকালে সদ্য ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের পাশাপাশি তার ফাঁসি দাবি করেন নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার ও যুগ্ম-আহ্বায়ক গোলাম রব্বানীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান ভিপি উজ্জ্বল, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রাশিদুল আল আমিন রঞ্জু, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ময়নাল হক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাজহারুল ইসলাম আনসার, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক নেতা সহিজল গাজী, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমতাজুর রহমান মমতাজ, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোতালেব হোসেন, সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ বকশী, পৌর সাবেক নেতা সুমন মিয়া, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনিস আকন্দ, বগারচর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল জব্বারসহ উপজেলা বিএনপির সাবেক নেতা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার বলেন, সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন দমনের নামে নির্বিচারে গণহত্যা চালিয়েছেন। নিরস্ত্র মানুষকে তিনি হত্যা করেছেন শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। শেখ হাসিনার হাত আজ রক্তে রঞ্জিত তাই এই খুনির বিচার বাংলার মাটিতেই হতে হবে। জাতীয়তাবাদী শক্তি শেখ হাসিনার বিচার করতে প্রস্তুত রয়েছে।