ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের ভারসাম্য ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে : হাথুরুসিংহে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলো সেনাবাহিনী জামালপুর জেনারেল হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত বকশীগঞ্জে পৌর সচিবের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করলেন সাবেক মেয়র ২০০ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই ভাই ভাই : ফরিদুল কবীর তালুকদার শামীম জার্মানি বাংলাদেশকে ১শ’ কোটি ইউরো দেবে : রিজওয়ানা গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত হামাস শেরপুরের জেল পলাতক ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ফিরোজ র‌্যাবের হাতে গ্রেপ্তার মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ : ধর্ম উপদেষ্টা

বেলগাছা ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকাণ্ড

বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: বাংলারচিঠিডটকম

বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১১ আগস্ট রবিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পরায় ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজ পুড়ে ছাই হয়ে যায়।

বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন।ছবি:বাংলারচিঠিডটকম

চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, পরিষদে কোন বৈদ্যুতিক লাইন নেই। আগুন লাগার খবর পেয়ে পরিষদে আসি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরিষদে থাকা সবকিছু আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা মূলকভাবে দুর্বৃত্তদের দ্বারা আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।ছবি: বাংলারচিঠিডটকম

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের ভারসাম্য ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে : হাথুরুসিংহে

বেলগাছা ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৭:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১১ আগস্ট রবিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পরায় ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজ পুড়ে ছাই হয়ে যায়।

বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন।ছবি:বাংলারচিঠিডটকম

চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, পরিষদে কোন বৈদ্যুতিক লাইন নেই। আগুন লাগার খবর পেয়ে পরিষদে আসি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরিষদে থাকা সবকিছু আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা মূলকভাবে দুর্বৃত্তদের দ্বারা আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।ছবি: বাংলারচিঠিডটকম

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।