শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর প্রতিনিধিগণ। ১২ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর করনীয় সম্পর্কে অবহিত করা হয়। এ সময় যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন।
এসময় ৩ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, কোম্পানি অধিনায়ক মেজর ইসমত শাহরিয়ার রাকিব, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, ক্যাপ্টেন মো. আহসান, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
লে. কর্নেল মো. শহিদুল ইসলাম জানান, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। নকলায় বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। এ জন্য সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার করার আহ্বান জানান তিনি।