ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের ভারসাম্য ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে : হাথুরুসিংহে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলো সেনাবাহিনী জামালপুর জেনারেল হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত বকশীগঞ্জে পৌর সচিবের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করলেন সাবেক মেয়র ২০০ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই ভাই ভাই : ফরিদুল কবীর তালুকদার শামীম জার্মানি বাংলাদেশকে ১শ’ কোটি ইউরো দেবে : রিজওয়ানা গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত হামাস শেরপুরের জেল পলাতক ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ফিরোজ র‌্যাবের হাতে গ্রেপ্তার মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ : ধর্ম উপদেষ্টা

জামালপুরে বাপা জেলা শাখার অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচি পালন করে বাপা জেলা শাখা। ছবি: বাংলারচিঠিডটকম

অবস্থান কর্মসূচি পালন করে বাপা জেলা শাখা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘সংগঠিত ছাত্র-জনতাই ইতিহাস নির্মাতা: সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই’ এই স্লোগান সামনে রেখে জামালপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখা।

১২ আগস্ট সোমবার বেলা ১১টায় শহরের দয়াময়ী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করা হয়।

বাপা, জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা, জ্যেষ্ঠ সাংবাদিক এমএইচ মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে বক্তব্য রাখেন বাপা জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ মো. আমির উদ্দিন, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বাপা সদস্য সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, সহ-সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান খান, শামিমা খান, মশিউল আলম বাবলু প্রমুখ।

জাহাঙ্গীর সেলিম বলেন, শহরের দয়াময়ী মোড়ে, সনাতন হিন্দুন্দের প্রাচীন ধর্মীয় স্থান দয়াময়ী মন্দিরের পাশে সাংস্কৃতিক পল্লীর নামে আধুনিক বেহায়াপনার পল্লী গড়েছে। কেন্দ্রিয় শহীদ মিনারকে লোহার গেইটে বেষ্টন করে রেখেছে। আমরা শহীদ মিনারকে সকলের জন্য উন্মুক্ত করে রাখতে চাই। বৈশাখীমেলা, অষ্টমিমেলার জন্য মাঠ চাই। সরকারি পুকুর দখল ও ভরাট যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

অবস্থান কর্মসূচি পালন করে বাপা জেলা শাখা। ছবি: বাংলারচিঠিডটকম

বাপা আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান সরকারকে সমর্থন জানিয়ে জামালপুরে নদী দখল, পুকুর ভরাট, পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বক্তারা বলেন, বর্তমানে দেশে সবচেয়ে বেশি প্রয়োজন আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা। বৈষম্যমুক্ত দেশ গড়তে পুলিশ ভাইদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন শব্দ থাকবেনা। হিন্দু-মুসলিম ভাই ভাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই।

বাপা, সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ব্রহ্মপুত্র নদ খাল দখল রোধ, ঝিনাই নদীর উৎস্যমুখে ভরাট এবং দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা সাংগঠনিক সম্পাদক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামা, মহিলা বিষয়ক সম্পাদক শামিমা বেগম রুবি, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি মাহবুবুর রহমান মহব্বত, সদস্য আব্দুল লতিফ, জাহিদুল ইসলাম, মুক্ত জীবন সংস্থার নির্বাহী পরিচালক সামিউল ইসলাম, প্রতিবন্ধী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আমজাদ হোসেন, কাজী সমিতির সভাপতি মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই ধারণা পত্র উপস্থাপন করেন বাপা সদস্য ও শিক্ষার্থী তন্ময় ফারহান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের ভারসাম্য ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে : হাথুরুসিংহে

জামালপুরে বাপা জেলা শাখার অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৮:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
অবস্থান কর্মসূচি পালন করে বাপা জেলা শাখা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘সংগঠিত ছাত্র-জনতাই ইতিহাস নির্মাতা: সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই’ এই স্লোগান সামনে রেখে জামালপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখা।

১২ আগস্ট সোমবার বেলা ১১টায় শহরের দয়াময়ী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করা হয়।

বাপা, জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা, জ্যেষ্ঠ সাংবাদিক এমএইচ মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে বক্তব্য রাখেন বাপা জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ মো. আমির উদ্দিন, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বাপা সদস্য সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, সহ-সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান খান, শামিমা খান, মশিউল আলম বাবলু প্রমুখ।

জাহাঙ্গীর সেলিম বলেন, শহরের দয়াময়ী মোড়ে, সনাতন হিন্দুন্দের প্রাচীন ধর্মীয় স্থান দয়াময়ী মন্দিরের পাশে সাংস্কৃতিক পল্লীর নামে আধুনিক বেহায়াপনার পল্লী গড়েছে। কেন্দ্রিয় শহীদ মিনারকে লোহার গেইটে বেষ্টন করে রেখেছে। আমরা শহীদ মিনারকে সকলের জন্য উন্মুক্ত করে রাখতে চাই। বৈশাখীমেলা, অষ্টমিমেলার জন্য মাঠ চাই। সরকারি পুকুর দখল ও ভরাট যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

অবস্থান কর্মসূচি পালন করে বাপা জেলা শাখা। ছবি: বাংলারচিঠিডটকম

বাপা আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান সরকারকে সমর্থন জানিয়ে জামালপুরে নদী দখল, পুকুর ভরাট, পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বক্তারা বলেন, বর্তমানে দেশে সবচেয়ে বেশি প্রয়োজন আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা। বৈষম্যমুক্ত দেশ গড়তে পুলিশ ভাইদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন শব্দ থাকবেনা। হিন্দু-মুসলিম ভাই ভাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই।

বাপা, সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ব্রহ্মপুত্র নদ খাল দখল রোধ, ঝিনাই নদীর উৎস্যমুখে ভরাট এবং দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা সাংগঠনিক সম্পাদক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামা, মহিলা বিষয়ক সম্পাদক শামিমা বেগম রুবি, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি মাহবুবুর রহমান মহব্বত, সদস্য আব্দুল লতিফ, জাহিদুল ইসলাম, মুক্ত জীবন সংস্থার নির্বাহী পরিচালক সামিউল ইসলাম, প্রতিবন্ধী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আমজাদ হোসেন, কাজী সমিতির সভাপতি মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই ধারণা পত্র উপস্থাপন করেন বাপা সদস্য ও শিক্ষার্থী তন্ময় ফারহান।