মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম
সোনার বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য নিরসন, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠাসহ সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মতবিনিময় সভা ও আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীর ব্যানারে উপজেলার বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদরাসার কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ অংশ নেন।
এসময় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সোনার বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য নিরসন করতে হবে। একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন ছাড়া শান্তি আসবেনা। বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু ভাই-বোনের পাশে দাঁড়াতে হবে সবাইকে। ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে হবে। ছাত্র-জনতার বিজয় কোনো কারণে কেউ নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এতে বক্তব্য রাখেন কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর রহমান, রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্তিক, ফুয়াদ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনোয়ার হোসাইন, শিপন, আনন্দমহন কলেজের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান নিরব, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সজিব আহমেদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মইনুল হাসান মিরাজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থী সাঈদ, রিয়াজুল হাসান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজিব মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মামুন মিয়া।