জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় বকশীগঞ্জ বাসীকে অভয় দিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার অনুরোধ করেন বকশীগঞ্জে দায়িত্বরত সেনা বাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। পাশাপাশি তিনি পুলিশের কার্যক্রমে সকল নাগরিককে সহযোগিতা করার আহ্বান জানান। চলমান আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশংসা করে মেজর মোহাম্মদ সারোয়ার মোর্শেদ বলেন, শিক্ষার্থীরা অসম্ভব কাজকে সম্ভব করেছেন। এসময় বকশীগঞ্জের শান্তি প্রিয় মানুষের সহযোগিতা কামনা করেন মেজর মোর্শেদ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯ আগস্ট শুক্রবার বিকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সেনাবাহিনীর বকশীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ সারোয়ার মোর্শেদ।
সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা শাহজালাল, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, সাবেক সিভিল সার্জন ডা. সিদ্ধেসর সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, উপজেলা জামায়াতের আমির মওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা বণিক সমিতির সদস্য সচিব শাকিল তালুকদার, উপজেলা বাস মালিক সমিতির সাধারণ আবদুল কাইয়ুম, স্কাউট প্রতিনিধি ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, শিক্ষার্থীবৃন্দ,সুধীজন ও বিভিন্ন রাজনতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।