জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম
কোটা সংস্কার আন্দোলনের পর অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি রক্ষা করা এবং কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শোক মিছিল করা হয়েছে।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বকশীগঞ্জ (পুসাব) এর আয়োজনে ৭ আগস্ট বুধবার বিকালে বকশীগঞ্জ পৌর শহরে শোক মিছিল অনুষ্ঠিত হয়।
শোক মিছিল শেষে শহরের পানহাটি মোড়ে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির, শাহীনুর ইসলাম, জুয়েল হাসান, নাহিদুর রহমান, দুলুরুজ্জামান, বাপ্পী ও বীর মুক্তিযোদ্ধা পরিমল সরকার।
পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে যেন কোন ধরনের হামলা, ভাঙচুরের ঘটনা না ঘটে সেজন্য হিন্দু নেতৃবৃন্দদের সঙ্গে মতিবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার ঘোষণা দেন।