বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জ (জামালপুর-১) আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দের মুক্তি উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আনন্দ মিছিল করেছে থানা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৭ আগস্ট বুধবার দুপুরে উপজেলা বিএনপি আয়োজনে এ মিছিল বের করা হয়।
পৌর শহরের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু প্রমুখ।
আব্দুর রশিদ সাদা বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল। এই বিজয় ধরে রাখতে হবে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় আমাদের সতর্ক হয়ে কাজ করতে। বিজয়ের সুফল কেউ যেন ভিন্ন দিকে প্রবাহিত না করতে পারে।
এ সময় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।