জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
৩ আগস্ট শনিবার দুপুর ১২টার দিকে মাদারগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলা চত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসে ঘণ্টাব্যাপী অবস্থান নেয়।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন- সাংস্কৃতিককর্মী রাহিদা লগ্না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল, নয়ন প্রমুখ।