বিশ্ববিদ্যালয়, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত্ব, সাংবিধানিক বা সমজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কীমসহ সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
৩ আগস্ট শনিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়াত্ত্ব ও সমজাতীয় প্রতিষ্ঠানে প্রত্যয় স্কীম বাস্তবায়ন শুরু হয়। তবে এসব প্রতিষ্ঠানের জন্য আজ এই স্কীম বাতিল ঘোষণা করলো সরকার।সূত্র:বাসস।