
বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ইউনিসেফের দেওয়া হাইজিন কিট সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বন্যার্ত ও নদীভাঙ্গা ২৮০টি পরিবারদের মাঝে সেসব বিতরণ করা হয়।
ইউনিসেফের সহযোগিতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খড়মা তিলকপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সামগ্রীর মধ্যে রয়েছে হাইজিন কিট, ট্যাবসহ বালতি, গ্যালন, টুল ও পানি বিশুদ্ধকরণ বড়ি। এছাড়াও ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটম্যান্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুজ্জামান খাঁন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রাকিবুল হাসান তমাল, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন, ইউপি সদস্য আলী হোসেন প্রমুখ।
এর আগে উপজেলার চর আমখাওয়া, ডাংধরা, চিকাজানী, চুকাইবাড়ী ইউনিয়ন, পৌরসভাসহ আটটি ইউনিয়নের চার হাজার পরিবারের মাঝে হাইজিন কিট সামগ্রী বিতরণ করা ।