
লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
ছাত্রসমাজের ওপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানারে ছাত্রছাত্রীরা বিক্ষোভ ও সমাবেশ করে।
১৭ জুলাই বুধবার বিকালে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়াম থেকে বিক্ষোভ সমাবেশ বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনরত ছাত্রছাত্রীরা বাইপাস সড়কে অবস্থান করে রাস্তা অবরোধ করে রাখে।
পরে আন্দোলনকারীরা ঐতিহাসিক বটতলা চত্বরে অবস্থান করে কোটা সংস্কার করার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকে।