ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রেলস্টেশনে ছাত্রলীগের কোটা আন্দোলনবিরোধী সমাবেশে হামলা

ছাত্রলীগের সমাবেশে হামলার পর ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। উৎসুক জনতা ও ট্রেনযাত্রীরাও ভিড় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

ছাত্রলীগের সমাবেশে হামলার পর ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। উৎসুক জনতা ও ট্রেনযাত্রীরাও ভিড় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর রেলস্টেশন এলাকায় জামালপুর পৌর শাখা ছাত্রলীগ আয়োজিত কোটা আন্দোলনবিরোধী ছাত্রসমাবেশে নিজেদের মধ্যে হামলা, মারামারির ঘটনা ঘটেছে। ১৬ জুলাই মঙ্গলবার সকালে সংঘটিত এ ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলামকে আটক করেছে।

আহতরা হলেন, জামালপুর পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আল শাহরিয়ার নিরব, যুগ্মসাধারণ সম্পাদক মিনহাজুল আহমেদ তিলক, রাফিদুল ইসলাম তানিম ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়। এদের মধ্যে পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আল শাহরিয়ার নিরবকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ জুলাই বেলা ১১টার দিকে জামালপুর রেলস্টেশনের গাড়িপার্কিং এলাকায় জামালপুর শহর ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনবিরোধী ছাত্রসমাবেশ করছিল। মঞ্চে বক্তৃতার নাম আগে পিছে ঘোষণাকে কেন্দ্র করে নিজেদের হামলা, পাল্টা হামলায় লিপ্ত হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রলীগনেতা আল শাহরিয়ার নিরব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভার্তি করা হয়েছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলামকে আটক করেছে পুলিশ।

জামালপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট এ প্রতিবেদককে বলেন, আমাদের সমাবেশ চলাকালে হঠাৎ করে স্থানীয় আওয়ামী লীগনেতা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের সমাবেশে হামলা চালায়। তাদের কাছে থাকা ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রলীগনেতা আল শাহরিয়ার নিরব কয়েকজন আহত হয়। এদের মধ্যে নিরবকে গুরুতর আহত অবস্থায় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি এ প্রতিবেদককে বলেন, রেলস্টেশনে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে ২৪ ঘন্টার সময়মেধা বেঁধে দেওয়া হয়েছে। তানজিদ ইসলাম ছাত্রলীগের কেউ না বলেও দাবি করেন তিনি।

হামলা প্রসঙ্গে আওয়ামী লীগেনতা মোয়াজ্জেম হোসেন এ প্রতিবেককে বলেন, জামালপুর শহর ছাত্রলীগের নেতাকর্মীরা রেলওয়ে স্টেশনে ছাত্রসমাবেশ করছিল। সেখানে আমার ভাগ্নে জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলামও ছিল। হঠাৎ তানজিদকে মারধর করা হচ্ছে এমন খবর পেয়ে আমি বাসা থেকে দৌড়ে যাই। তবে কোন প্রকার হামলার ঘটনার সাথে আমি ছিলাম না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বাংলারচিঠিডটকমকে জানান, রেলস্টেশন চত্বরে ছাত্রলীগের ছাত্রসমাবেশে হামলার ঘটনার বিষয়টি শুনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলস্টেশনে ছাত্রলীগের কোটা আন্দোলনবিরোধী সমাবেশে হামলা

আপডেট সময় ০৭:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
ছাত্রলীগের সমাবেশে হামলার পর ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। উৎসুক জনতা ও ট্রেনযাত্রীরাও ভিড় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর রেলস্টেশন এলাকায় জামালপুর পৌর শাখা ছাত্রলীগ আয়োজিত কোটা আন্দোলনবিরোধী ছাত্রসমাবেশে নিজেদের মধ্যে হামলা, মারামারির ঘটনা ঘটেছে। ১৬ জুলাই মঙ্গলবার সকালে সংঘটিত এ ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলামকে আটক করেছে।

আহতরা হলেন, জামালপুর পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আল শাহরিয়ার নিরব, যুগ্মসাধারণ সম্পাদক মিনহাজুল আহমেদ তিলক, রাফিদুল ইসলাম তানিম ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়। এদের মধ্যে পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আল শাহরিয়ার নিরবকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ জুলাই বেলা ১১টার দিকে জামালপুর রেলস্টেশনের গাড়িপার্কিং এলাকায় জামালপুর শহর ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনবিরোধী ছাত্রসমাবেশ করছিল। মঞ্চে বক্তৃতার নাম আগে পিছে ঘোষণাকে কেন্দ্র করে নিজেদের হামলা, পাল্টা হামলায় লিপ্ত হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রলীগনেতা আল শাহরিয়ার নিরব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভার্তি করা হয়েছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলামকে আটক করেছে পুলিশ।

জামালপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট এ প্রতিবেদককে বলেন, আমাদের সমাবেশ চলাকালে হঠাৎ করে স্থানীয় আওয়ামী লীগনেতা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের সমাবেশে হামলা চালায়। তাদের কাছে থাকা ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রলীগনেতা আল শাহরিয়ার নিরব কয়েকজন আহত হয়। এদের মধ্যে নিরবকে গুরুতর আহত অবস্থায় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি এ প্রতিবেদককে বলেন, রেলস্টেশনে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে ২৪ ঘন্টার সময়মেধা বেঁধে দেওয়া হয়েছে। তানজিদ ইসলাম ছাত্রলীগের কেউ না বলেও দাবি করেন তিনি।

হামলা প্রসঙ্গে আওয়ামী লীগেনতা মোয়াজ্জেম হোসেন এ প্রতিবেককে বলেন, জামালপুর শহর ছাত্রলীগের নেতাকর্মীরা রেলওয়ে স্টেশনে ছাত্রসমাবেশ করছিল। সেখানে আমার ভাগ্নে জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলামও ছিল। হঠাৎ তানজিদকে মারধর করা হচ্ছে এমন খবর পেয়ে আমি বাসা থেকে দৌড়ে যাই। তবে কোন প্রকার হামলার ঘটনার সাথে আমি ছিলাম না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বাংলারচিঠিডটকমকে জানান, রেলস্টেশন চত্বরে ছাত্রলীগের ছাত্রসমাবেশে হামলার ঘটনার বিষয়টি শুনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।