ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেওয়ানগঞ্জে ৫০ হাজার মানুষ পানিবন্দি

দেওয়ানগঞ্জে ঝালোরচর বাজারে পাশে ভাঙন তীব্র হচ্ছে। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জে ঝালোরচর বাজারে পাশে ভাঙন তীব্র হচ্ছে। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর বিপদসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যায় উপজেলার আটটি ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর শহরের অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় কয়েকশ পরিবার আশ্রয়কেন্দ্রে, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের গরু-ছাগল নিয়ে আশ্রয় নিয়েছেন। এ ছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যায় হাটুপানি হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সেবা প্রত্যাশী সাধারণ নাগরিকরা।

দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বন্যার্ত কয়েকজন কৃষক। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে বন্যার পানির তোড়ে চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ি থেকে দেওয়ানগঞ্জ মন্ডল বাজার রাস্তা ও হাতিভাঙা ইউনিয়নের মহারানী সেতুর রাস্তা ভেঙে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝালোরচর বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে নদীভাঙনের আতঙ্ক বিরাজ করছে। উপজেলায় বন্যার পানিতে ৩৪২ হেক্টর জমির পাট, আখ, আউশ, সবজি, রোপা আমনে বীজতলা তলিয়ে গেছে। বন্যার পানির বাড়তে থাকায় বিদ্যালয়গুলোতে পানি উঠে পড়েছে। উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এ প্রতিবেদেককে জানান, বন্যার্তদের মাঝে ১২ দশমিক ৮ মেট্রিক টন খয়রাতির চাল ও পর্যাপ্ত পরিমাণ প্যাকেটজাত শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স এ প্রতিবেদককে জানান, বন্যায় বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই রাস্তাগুলো সচল করতে দ্রুত ব্যবস্থা নিতে এলজিইডির প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

দেওয়ানগঞ্জে ৫০ হাজার মানুষ পানিবন্দি

আপডেট সময় ০৮:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
দেওয়ানগঞ্জে ঝালোরচর বাজারে পাশে ভাঙন তীব্র হচ্ছে। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর বিপদসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যায় উপজেলার আটটি ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর শহরের অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় কয়েকশ পরিবার আশ্রয়কেন্দ্রে, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের গরু-ছাগল নিয়ে আশ্রয় নিয়েছেন। এ ছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যায় হাটুপানি হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সেবা প্রত্যাশী সাধারণ নাগরিকরা।

দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বন্যার্ত কয়েকজন কৃষক। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে বন্যার পানির তোড়ে চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ি থেকে দেওয়ানগঞ্জ মন্ডল বাজার রাস্তা ও হাতিভাঙা ইউনিয়নের মহারানী সেতুর রাস্তা ভেঙে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝালোরচর বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে নদীভাঙনের আতঙ্ক বিরাজ করছে। উপজেলায় বন্যার পানিতে ৩৪২ হেক্টর জমির পাট, আখ, আউশ, সবজি, রোপা আমনে বীজতলা তলিয়ে গেছে। বন্যার পানির বাড়তে থাকায় বিদ্যালয়গুলোতে পানি উঠে পড়েছে। উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এ প্রতিবেদেককে জানান, বন্যার্তদের মাঝে ১২ দশমিক ৮ মেট্রিক টন খয়রাতির চাল ও পর্যাপ্ত পরিমাণ প্যাকেটজাত শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স এ প্রতিবেদককে জানান, বন্যায় বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই রাস্তাগুলো সচল করতে দ্রুত ব্যবস্থা নিতে এলজিইডির প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।