ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হ্যালো জামালপুরের মাধ্যমে সব ধরনের সেবা দেওয়া হবে : এমপি আজাদ

বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, অনলাইনের মাধ্যমে জনগণ সকল ধরনের ভূমিসেবা পাবে। প্রত্যেক ব্যক্তির নামে আলাদা আলাদা আইডি কোড থাকবে। সে আইডিতে ঢুকে যে কোন সময় ভূমি সংক্রান্ত সকল ধরনের সেবা ঘরে বসেই পাওয়া যাবে। কোন দালাল ধরার দরকার নাই। কাউকে ঘুষ দিতে হবে না।

তিনি আরও বলেন, কোন ধরনের সমস্যা বা জটিলতা দেখা দিলে সরাসরি এসিল্যান্ডের কাছে যাবেন। এসিল্যান্ডরা এখনো পঁচে যায়নি। তিনি বলেন, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের ভূমি কর্মকর্তারা সবাই আইটিতে দক্ষ নয়। ফলে বাইরে থেকে মানুষ সেবা নিতে গিয়ে দালাল অথবা প্রতারকদের খপ্পরে পড়ে থাকে। কোন কোন অসাধু কর্মকর্তাদের যোগসাজস থাকতে পারে। আমরা এখন থেকে ওই সকল দুষ্ট লোকদের মেরামতের কাজ শুরু করবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভূমিসেবা কার্যকর করতে সাংবাদিকদেরও সহযোগিতা লাগবে। কিছু কিছু হলুদ সাংবাদিক নিউজের নামে উল্টাপাল্টা করে থাকে। সাংবাদিকদেরও স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে আসতে হবে।

আবুল কালাম আজাদ বলেন, হ্যালো জামালপুরের মাধ্যমে ভূমিসেবাসহ জামালপুরবাসী সব ধরনের সেবা নিতে পারবেন। আমরা অতিদ্রুত সময়ের মধ্যে এ কাজ শুরু করবো। দ্রুত সময়ের মধ্যে সমস্যা নিষ্পন্ন করা হবে।

তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, আপনারা তলে তলে ঘুষ দিবেন আবার বিচারও দিবেন এটা হতে পারে না। একটা জায়গায় দাঁড়াতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।

‘স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক’ এই শ্লোগান সামনে রেখে ৮ জুন শনিবার বেলা ১১টায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত ৮ থেকে ১৪ জুন পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ চলবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়াত আলী ফকির, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিসি মো. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

পরে ছাত্র-ছাত্রীদের নিয়ে ভূমিসেবা সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যেমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

হ্যালো জামালপুরের মাধ্যমে সব ধরনের সেবা দেওয়া হবে : এমপি আজাদ

আপডেট সময় ০৯:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, অনলাইনের মাধ্যমে জনগণ সকল ধরনের ভূমিসেবা পাবে। প্রত্যেক ব্যক্তির নামে আলাদা আলাদা আইডি কোড থাকবে। সে আইডিতে ঢুকে যে কোন সময় ভূমি সংক্রান্ত সকল ধরনের সেবা ঘরে বসেই পাওয়া যাবে। কোন দালাল ধরার দরকার নাই। কাউকে ঘুষ দিতে হবে না।

তিনি আরও বলেন, কোন ধরনের সমস্যা বা জটিলতা দেখা দিলে সরাসরি এসিল্যান্ডের কাছে যাবেন। এসিল্যান্ডরা এখনো পঁচে যায়নি। তিনি বলেন, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের ভূমি কর্মকর্তারা সবাই আইটিতে দক্ষ নয়। ফলে বাইরে থেকে মানুষ সেবা নিতে গিয়ে দালাল অথবা প্রতারকদের খপ্পরে পড়ে থাকে। কোন কোন অসাধু কর্মকর্তাদের যোগসাজস থাকতে পারে। আমরা এখন থেকে ওই সকল দুষ্ট লোকদের মেরামতের কাজ শুরু করবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভূমিসেবা কার্যকর করতে সাংবাদিকদেরও সহযোগিতা লাগবে। কিছু কিছু হলুদ সাংবাদিক নিউজের নামে উল্টাপাল্টা করে থাকে। সাংবাদিকদেরও স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে আসতে হবে।

আবুল কালাম আজাদ বলেন, হ্যালো জামালপুরের মাধ্যমে ভূমিসেবাসহ জামালপুরবাসী সব ধরনের সেবা নিতে পারবেন। আমরা অতিদ্রুত সময়ের মধ্যে এ কাজ শুরু করবো। দ্রুত সময়ের মধ্যে সমস্যা নিষ্পন্ন করা হবে।

তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, আপনারা তলে তলে ঘুষ দিবেন আবার বিচারও দিবেন এটা হতে পারে না। একটা জায়গায় দাঁড়াতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।

‘স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক’ এই শ্লোগান সামনে রেখে ৮ জুন শনিবার বেলা ১১টায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত ৮ থেকে ১৪ জুন পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ চলবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়াত আলী ফকির, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিসি মো. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

পরে ছাত্র-ছাত্রীদের নিয়ে ভূমিসেবা সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যেমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।