
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুরের অন্যতম বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ৫ জুন বুধবার সকাল ১০টায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সমবেত হন। শুরুতেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান সোহেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. রজব আলী, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাকিলা সরকার, ইউপি সচিব মো. আতাহার আলী, ইউপি সদস্য মোছা. বেদেনা আক্তার ও শাহিদা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। একই সময় সদর উপজেলার মেষ্টা, তিতপল্লা ও শরীফপুর ইউনিয়নে একই ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অপরদিক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিডস কর্মসূচির উদ্যোগে ইসলামপুরে পলবান্ধা ও চর গোয়ালিনী ইউনিয়নে শোভাযাত্রা আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়। এসময় জনপ্রতিনিধি, শিক্ষক, পুলিশ, ছাত্র, ছাত্রী, অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ প্রতিপাদ্য সামনে রেখে দেওয়ানগঞ্জের বিভিন্ন ইউনিয়নে সিডস কর্মসূচির উদ্যোগে ৫ জুন বুধবার সকাল ১০টায় শোভাযাত্রা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।
চর আমখাওয়া ইউনিয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, সানন্দবাড়ী সবুজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইচ উদ্দিন, অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, সংলাপ কেন্দ্রের কিশোরী, এফ ডিপি সদস্য ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখিত অনুষ্ঠানে জেলার তিন উপজেলায় সহস্রাধিক মানুষ অংশ নেন। সিডস কর্মসূচির কর্মীরা অনুষ্ঠান সফল করতে ভূমিকা রাখেন।