লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় কাফনের কাপড়সহ অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের ধর্মকুড়া আয়শা মেডিকেল হলের সামনে থেকে ২৮ মে ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ২৮ মে ভোরে পথচারীরা ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারের আয়শা মেডিকেল হলের সামনে বৃদ্ধের মরদেহ দেখতে পান। কে বা কারা মৃত ব্যক্তিকে কাফন পরিয়ে রেখে যায়। এ সময় পুলিশে খবর দেন স্থানীয়রা।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।