
বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ হাসেম মিয়া (৩৯) ও মজিবর রহমান (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২।
১৫ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা কলাকান্দা মডেল হাইস্কুল সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তাদের ভারতীয় ১০ বোতল মদসহ গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারি হাসেম মিয়া উত্তর রহিমপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ও মজিবর রহমান বকশীগঞ্জ উপজেলার রামরামপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ১৫ মে রাতে মাদক কারবারি হাসেম ও মজিবর রহমান ঝাউডাঙ্গা এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে ডিবি পুলিশ কর্মকর্তা এসআই আবু রায়হান তাদের গ্রেপ্তার করেন।
ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলার মাধ্যমে ১৬ মে দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।