
জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বকশীগঞ্জ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি হাসপতাল রোড থেকে শুরু হয়ে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বকশীগঞ্জ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাইন বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. হাসান আলী , সাংগঠনিক সম্পাদক হযরত আলী, উজির আলী প্রমুখ।
এছাড়াও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস উপলক্ষে মিছিল করা হয়।