
বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে ২০০টি ইয়াবাসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। ৩০ এপ্রিল রাতে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের কদমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হরিচন্ডী গ্রামের বানু সেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল রাতে মাদক কারবারি রবিউল ইসলাম ইয়াবা নিয়ে নীজ এলাকায় যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাংধরা ইউনিয়নের কদম তলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান, ৩০ এপ্রিল রাতে রবিউল ইসলামকে ২০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ১ মে দুপুরে মাদক দ্রব্য আইনে মামলার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।