
জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ মাদারগঞ্জ উপজেলা শাখা এদিন ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পদান করা হয়।
মাদারগঞ্জ উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীশা নাহাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল।
আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ ।