
লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মূল্যায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হলো পুষ্টিমেলা। ১৭ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত পুষ্টিমেলা ফিতা কেটে উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি ।
স্টল পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চার্লেস, মজিবর রহমান শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সজল গোমেজ, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট্রের বোরহান উদ্দিনসহ চিকিৎসক, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেলায় ৬টি স্টল অংশ নেয়।