ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মেলান্দহে ছাগল চুরি করে পালানোর সময় আটক ৩

ছাগলসহ আটক তিন চোর। ছবি: বাংলারচিঠিডটকম

ছাগলসহ আটক তিন চোর। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ছাগল চুরি করে পালানোর সময় তিনচোরকে আটক করেছে স্থানীয় জনতা। ১২ মার্চ বিকেলে উপজেলার দুরমুট ইউনিয়নের হামলা এলাকা থেকে ওই তিনচোরকে আটক করা হয়। পরে খবর পেয়ে আটক চোর তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

এঘটনায় ছাগলটির মালিক উপজেলার দুরমুট ইউনিয়নের হামলা এলাকার মো. সবুজ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটক তিনজন হলেন- উপজেলার পশ্চিম নয়ানগর এলাকার আমিনুর ইসলাম (২৭), শ্যামপুর এলাকার মো. শাকিল মিয়া (২৩) ও একই এলাকার মো. মিস্টার (২২)। ১৩ মার্চ দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

ছাগলটির মালিক সবুজ শেখ জানান, ১২ মার্চ দুপুরে বাড়ির পাশেই ছাগলটি বাঁধা ছিলো। ছাগলটিকে তিনজন লোক একটি অপরিচিত ইজিবাইকে তুলতে দেখে তাকে খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তেই ঘটনা জানাজানি হলে হামলা এলাকার তমা কনক্রিটের সামনে থেকে ছাগলসহ তিনচোরকে আটক করে স্থানীয় জনতা। পরে সেখানে উপস্থিত হয়ে ছাগলটি সনাক্ত করেন তিনি।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, ছাগল চুরির অপরাধে তিনজনকে আটক করা হয়। ওই তিনজনের নামে মামলা দায়ের করেছেন ছাগলটির মালিক সবুজ শেখ। ১৩ মার্চ দুপুরে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে ছাগল চুরি করে পালানোর সময় আটক ৩

আপডেট সময় ১০:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
ছাগলসহ আটক তিন চোর। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ছাগল চুরি করে পালানোর সময় তিনচোরকে আটক করেছে স্থানীয় জনতা। ১২ মার্চ বিকেলে উপজেলার দুরমুট ইউনিয়নের হামলা এলাকা থেকে ওই তিনচোরকে আটক করা হয়। পরে খবর পেয়ে আটক চোর তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

এঘটনায় ছাগলটির মালিক উপজেলার দুরমুট ইউনিয়নের হামলা এলাকার মো. সবুজ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটক তিনজন হলেন- উপজেলার পশ্চিম নয়ানগর এলাকার আমিনুর ইসলাম (২৭), শ্যামপুর এলাকার মো. শাকিল মিয়া (২৩) ও একই এলাকার মো. মিস্টার (২২)। ১৩ মার্চ দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

ছাগলটির মালিক সবুজ শেখ জানান, ১২ মার্চ দুপুরে বাড়ির পাশেই ছাগলটি বাঁধা ছিলো। ছাগলটিকে তিনজন লোক একটি অপরিচিত ইজিবাইকে তুলতে দেখে তাকে খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তেই ঘটনা জানাজানি হলে হামলা এলাকার তমা কনক্রিটের সামনে থেকে ছাগলসহ তিনচোরকে আটক করে স্থানীয় জনতা। পরে সেখানে উপস্থিত হয়ে ছাগলটি সনাক্ত করেন তিনি।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, ছাগল চুরির অপরাধে তিনজনকে আটক করা হয়। ওই তিনজনের নামে মামলা দায়ের করেছেন ছাগলটির মালিক সবুজ শেখ। ১৩ মার্চ দুপুরে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।