
লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুরে বাজারের বিভিন্ন খাবার রেস্টুরেন্টগুলোতে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ১৩ মার্চ বাজারের খাবার হোটেলসহ বিভিন্ন দোকানে অভিযান চালান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বনশ্রী রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপস্থিত সাধারণ মানুষ রেস্টুরেন্টে দুর্গন্ধযুক্ত মাংস ও পচা আটা, মেয়াদোত্তীর্ণ কোকাকোলা উদ্ধার করায় আশ্চর্য হয়ে পড়েন এবং উপযুক্ত বিচার দাবি করেন।
হোটেল ম্যানেজার আর এমনটা হবে না এই মর্মে আদালতে ক্ষমা প্রার্থনা করেন।
এসময় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।