ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার জামালপুরে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন তা সরকার নিশ্চিত নয় : পররাষ্ট্র উপদেষ্টা জামালপুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১ বকশীগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন বুধবার শারদীয় দুর্গোৎসব শুরু কমলা হ্যারিস: ‘অবশ্যই’ আমি আমার গ্লককে বরখাস্ত করেছি শেষ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড

দেওয়ানগঞ্জে বাড়ি-ঘর মালামাল লুটের অভিযোগ

হত্যা মামলার আসামি নয়ন মিয়ার বসত বাড়ির ভিটা। ছবি: বাংলারচিঠিডটকম

হত্যা মামলার আসামি নয়ন মিয়ার বসত বাড়ির ভিটা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে হত্যা মামলার আসামি কারাগারে আটক থাকায় আসামি নয়ন মিয়া ও তার পরিবার ও অন্য সদস্যদের বাড়ি-ঘর মালামাল, গবাদি পশু লুটের অভিযোগ উঠেছে। ১৪ ফেব্রুয়ারি দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে শুধু বাড়ি ঘরের ভিটা মাটি পড়ে রয়েছে।

বাড়ি ঘর ভাংচুর, মালামাল লুটের ঘটনায় নয়নের বাবা রফিকুল ইসলাম ওরফে মহল মিয়া বাদী হয়ে জামালপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২২ অক্টোবর বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেদপুর এলাকা থেকে তারাটিয়ার শহীদ মিয়ার ছেলে অটোভ্যানচালক আশরাফুল আলমের লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। আশরাফুল আলম হত্যাকাণ্ডে জড়িত থাকায় তারাটিয়া এলাকার মহল মিয়ার ছেলে নয়নকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।

এঘটনায় আশরাফুল ইসলামের বাবা শহীদ মন্ডল ২০২৩ সালের ২৪ অক্টোবর দেওয়ানগঞ্জ মডেল থানায় নয়ন মিয়া, সোহেল মিয়া ও রুবেল মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২০৯(২)২৩। হত্যা মামলার অভিযোগে নয়নকে আটক করে জেল হাজতে পাঠায় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

মামলা ও পুলিশী হয়রানী থেকে রক্ষা পাওয়ার জন্য নয়নের পরিবারের সকল সদস্য আত্মগোপন থাকায় ২০২৩ সালের ৬ নভেম্বর আশরাফুল হত্যা মামলার বাদী শহীদ মন্ডলসহ অন্যান্যরা নয়ন মিয়ার বাড়ি-ঘর ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়।

মামলা সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম মহল ও তার পরিবার সদস্যরা আত্মগোপন থাকা অবস্থায় গবাদি পশু, প্রয়োজনীয় মালালাল যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা। লুটের ঘটনায় শহীদ মন্ডল, মনির, নেহাল, শফিকুল, আনছার আলীসহ ২৫ জনকে আসামি করে গত ২ ফেব্রুয়ারি জামালপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং সি আর, মোঃ নং(১) ২০২৪। মামলার বাদী রফিকুল ইসলাম ওরফে মহল মিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারযোগ্য বাড়ি যাবতীয় মালামাল লুট করে নিয়ে যাওয়ায় বর্তমানে চারটি পরিবার অতিকষ্টে দিনাতিপাত করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

দেওয়ানগঞ্জে বাড়ি-ঘর মালামাল লুটের অভিযোগ

আপডেট সময় ০৬:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
হত্যা মামলার আসামি নয়ন মিয়ার বসত বাড়ির ভিটা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে হত্যা মামলার আসামি কারাগারে আটক থাকায় আসামি নয়ন মিয়া ও তার পরিবার ও অন্য সদস্যদের বাড়ি-ঘর মালামাল, গবাদি পশু লুটের অভিযোগ উঠেছে। ১৪ ফেব্রুয়ারি দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে শুধু বাড়ি ঘরের ভিটা মাটি পড়ে রয়েছে।

বাড়ি ঘর ভাংচুর, মালামাল লুটের ঘটনায় নয়নের বাবা রফিকুল ইসলাম ওরফে মহল মিয়া বাদী হয়ে জামালপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২২ অক্টোবর বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেদপুর এলাকা থেকে তারাটিয়ার শহীদ মিয়ার ছেলে অটোভ্যানচালক আশরাফুল আলমের লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। আশরাফুল আলম হত্যাকাণ্ডে জড়িত থাকায় তারাটিয়া এলাকার মহল মিয়ার ছেলে নয়নকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।

এঘটনায় আশরাফুল ইসলামের বাবা শহীদ মন্ডল ২০২৩ সালের ২৪ অক্টোবর দেওয়ানগঞ্জ মডেল থানায় নয়ন মিয়া, সোহেল মিয়া ও রুবেল মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২০৯(২)২৩। হত্যা মামলার অভিযোগে নয়নকে আটক করে জেল হাজতে পাঠায় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

মামলা ও পুলিশী হয়রানী থেকে রক্ষা পাওয়ার জন্য নয়নের পরিবারের সকল সদস্য আত্মগোপন থাকায় ২০২৩ সালের ৬ নভেম্বর আশরাফুল হত্যা মামলার বাদী শহীদ মন্ডলসহ অন্যান্যরা নয়ন মিয়ার বাড়ি-ঘর ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়।

মামলা সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম মহল ও তার পরিবার সদস্যরা আত্মগোপন থাকা অবস্থায় গবাদি পশু, প্রয়োজনীয় মালালাল যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা। লুটের ঘটনায় শহীদ মন্ডল, মনির, নেহাল, শফিকুল, আনছার আলীসহ ২৫ জনকে আসামি করে গত ২ ফেব্রুয়ারি জামালপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং সি আর, মোঃ নং(১) ২০২৪। মামলার বাদী রফিকুল ইসলাম ওরফে মহল মিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারযোগ্য বাড়ি যাবতীয় মালামাল লুট করে নিয়ে যাওয়ায় বর্তমানে চারটি পরিবার অতিকষ্টে দিনাতিপাত করছেন।