বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জের আসন্ন বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল হয়েছে। ১২ ফেব্রুয়ারি সকালে উপজেলা নির্বাচন রিটানিং কর্মকর্তা মো. মোক্তার হোসেনের কাছে মনোনয়ন জমা করেন বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাজাহান আলী।
এ সময় উপস্থিত ছিলেন- হাজী আবু বক্কর, হাজী আব্দুর রশিদ, খাজা মইনুদ্দিন, নাদু মিয়া, শফিকুল ইসলাম, আব্দুল খালেক, মিস্টার আলী, আল আমিন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন।
জানা গেছে, ২৪ জানুয়ারি বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোক্তার হোসেন।
তফসিলে জানা গেছে, মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৫ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি ও ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাহাদুরাবাদ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১১৮ জন ও নারী ভোটার ১৪ হাজার ৫৬৬ জন।