বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জের আসন্ন বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল হয়েছে। ১১ ফেব্রুয়ারি সকালে উপজেলা নির্বাচন রিটানিং কর্মকর্তা মো. মোক্তার হোসেনের কাছে মনোনয়ন জমা করেন বাহাদুরাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সাধারণ সদস্য পদে প্রার্থী আব্দুল আলিম। এ সময় উপস্থিত ছিলেন স্বপন সরকার, ছাদেক আলী, আব্দুল ছালাম, সুমন মিয়া, পলাশ ও ফক্কু মিয়া।
জানা গেছে, ২৪ জানুয়ারি বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোক্তার হোসেন।
তফসিলে জানা গেছে, মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৫ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি ও ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাহাদুরাবাদ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১১৮জন ও নারী ভোটার ১৪ হাজার ৫৬৬ জন।