ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত প্রথম বিভাগ ভলিবল লিগের ১১ ফেব্রুয়ারি পৃথক দুটি খেলায় রেনেসাঁ ক্রীড়া চক্র ও লাল সবুজ ক্রীড়াচক্র বিজয়ী হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন মাঠে লিগের খেলা দুটি অনুষ্ঠিত হয়।
ভলিবল উপ-কমিটির সদস্য সচিব মো. আতাউর রহমান মানিক এ প্রতিবেদককে জানান, ১১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় খেলায় অংশ নেয় রেনেসাঁ ক্রীড়া চক্র ও বার্সেলোনা ক্লাব। খেলায় ২-০ সেটে বিজয়ী হয়েছে রেনেসাঁ ক্রীড়া চক্র। এই খেলায় রেফারি ছিলেন আখতারুজ্জামান আউয়াল ও মো. রকিবুল হাসান।
পরে দিনের অপর খেলায় অংশ নেয় ফ্রেন্স ক্লাব ও লাল সবুজ ক্রীড়াচক্র। ২-০ সেটে বিজয়ী হয়েছে লাল সবুজ ক্রীড়াচক্র। এতে রেফারির দায়িত্ব পালন করেন আখতারুজ্জামান আউয়াল ও মো. রজব আলী।