বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে জামিয়া কুরআনিয়া তালিমুসসুন্নাহ কওমি মাদরাসার এতিমদের বরাদ্দ দেওয়া সরকারি অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি সকালে পৌর শহরের দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা শ্রমিকলীগের যুগ্মআহ্বায়ক ইব্রাহিম খাঁন।
তিনি লিখিত বক্তব্যে জানান, উপজেলার বানিয়ানীরচর পূর্ব মধ্যপাড়া জামিয়া কুরআনিয়া কওমি মাদরাসার প্রধান মুহতামিম মুফতি শুয়াইব আহসান ২০২৩ সালের ২৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তা চেয়ে আবেদন করে। ২০২৩ সালের ২০ নভেম্বর উপজেলা প্রশাসন দুইটন জিআর বরাদ্দ করেন। মুহতামিম মুফতি শুয়াইব আহসান সরকারি বরাদ্দের জিআর উত্তোলন করে ভুয়া মাস্টার রোল সাজিয়ে নিজেই আত্মসাৎ করেন। বানিয়ানীরচর পূর্ব মধ্যপাড়া জামিয়া কুরআনিয়া কওমি মাদরাসায় কোনো লিল্লাহ বোর্ডিং নেই, অস্তিত্ব বিহীন প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাৎ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন জাহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগ নেতা আমির হামজাসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।