মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন।
মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।