
জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের উদ্যোগে এবং জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের যুদ্ধকালীন সময়ে বীরত্বগাঁথা শুনালেন বীর মুক্তিযোদ্ধাগণ।
১ ফেব্রুয়ারি মাদারগঞ্জ উপজেলা হলরুমে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইজুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক শাহ্ আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ড. নুরল আমীন, পরিকল্পনা কমিশনের উপ-সচিব মাকসুদুল ইসলাম, সহকারী কমিশনার আমিনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেদ, পরে শিক্ষার্থীদের বীরত্বগাঁথা শুনালেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, আবু বক্কর সিদ্দিক, আব্দুর নূর, মঞ্জুরুল ইসলাম তরফদার প্রমুখ।
এই অনুষ্ঠানে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।