সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১’শ লিটার মদ ও ৩’শ লিটার মদ প্রস্তুতের উপকরণসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ জানুয়ারি বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- স্বপন বাসফোর (৪০), তারা রাণী বাসফোর (৪৫), লাল পরী বাসফোর (৩৫), রানী বাসফোর(৫৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার আরামনগর বাজার এলাকায় সুইপার কলোনিতে দীর্ঘদিন ধরে চোলাই মদসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল তারা। সোমবার রাতে গোপন সংবাদে আরামনগর বাজার এলাকার সুইপার কলোনিতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় দেশীয় তৈরী চোলাই ১’শ লিটার মদ ও ৩’শ লিটার মদ প্রস্তুতের উপকরণসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশীয় তৈরী চোলাই মদ উৎপাদনের উপকরন ও চোলাই মদ বিক্রয়ের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।