মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুরে দুই হাজার অসহায় হতদরিদ্রের মধ্যে কম্বল বিতরণ করেছে জেলা পরিষদ। ৩০ জানুয়ারি সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
এসময় আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, জেলা পরিষদের পক্ষ দুই হাজার ব্যক্তির মাঝে সারাজেলায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এই শীতবস্ত্র পেয়ে তারা কিছুটা হলেও উপকৃত হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন মুন জাহান লিজা, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।