মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহে জেলা তথ্য অফিসের আয়োজেন নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি দুপুরে উপজেলার পশ্চিম মাহমুদপুর সরকারি বিদ্যালয় মাঠে এ সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পশ্চিম মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নারী সমাবেশ ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান। এতে মূল বক্তব্য দেন, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্, মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেন একরামুল, পশ্চিম মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. জেসমিন খাতুন, ব্যবস্থাপনা পরিষদের সদস্য শাহাদাত হোসেন চেঙ্গিস ও মুজিবুর রহমান প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১, এসডিজি মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিও লক্ষ্যে এই নারী সমাবেশ ও মতবিনিময় সভা করে জামালপুরের জেলা তথ্য অফিস।