নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম:
জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির কমেন্সিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৫ জানুয়ারি দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শহরের পাঁচরাস্তা মোড় সংলগ্ন ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপিত হয়।
কর্মসূচিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী পরিচালক মির্জা আজম এমপি, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, উবায়দুল্লাহ সুজা, ভারপ্রাপ্ত রেজিস্টার মোহাম্মদ গোলাম মওলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন।