লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভোবনেই সমৃদ্ধি’ এই আলোকে জামালপুরের ইসলামপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব চত্বরে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলায় আটটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। এছাড়াও বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি ও শিশু-কিশোরদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএএম আবু তাহের, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।