মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুরে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলার উদ্বোধন করেন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সহসভাপতি শেখ মো. জোলফোক্কার রহমান।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম সেলিম, উপাধ্যক্ষ (একাডেমিক) মো. মোজাম্মেল হক, প্রধান শিক্ষক সালমা আক্তার, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ বিজ্ঞান ক্লাবের প্রধান সমন্বয়ক মীর ইসহাক হাসান ইখলাসসহ প্রতিষ্ঠানের সকল প্রভাষক ও শিক্ষকবৃন্দ।
শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ বিজ্ঞান ক্লাবের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। বিজ্ঞান মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ (এডমিন) হুমায়ুন কবির।
জানা যায়, ১৭টি ইভেন্ট উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেন।