নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম:
জামালপুরের মেলান্দহে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাসসের এমডি প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবীরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি দুপুরে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও মেলান্দহ উপজেলা প্রেসক্লাব আয়োজিত স্মরণসভায় সাংবাদিক শাহ জামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, প্রধান অলোচক ছিলেন আমানুল্লাহ কবীরের ভাই হারুন অর রশিদ।
এছাড়াও ইন্ডিপেডেন্ট টিভির সিনিয়র প্রডিউসর শাত-ই-ল কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ন্যাপের জেলা সম্পাদক আলমগীর আহম্মেদ শাহজাহান, একুশে টিভির জেলা প্রতিনিধি মুক্তা আহমেদ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ ফরিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজের সাংবাদিক শাকিব আল হাসান নাহিদ, স্বরকলার সম্পাদক জাকিরুল হক মিন্টু, গীতিকবি আব্দুল গণি, আব্দুল জলিল মাস্টার, জাহিদুল ইসলাম মাস্টারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবীরের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।