জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) এর সদস্যরা।
১৮ জানুয়ারি রাতে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেড ঘর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঘাসিরপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২২), মোহাম্মদপুর গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম মিয়া (১৯), নয়ন মিয়ার ছেলে আকাশ ইসলাম (২০), ইসলামপুর উপজেলার মালমারা নয়াপাড়া গ্রামের সিরাজল হকের ছেলে মাসুদ রানা (১৯), চরপরমা নয়াপাড়া গ্রামের সুন্দর আলীর ছেলে সুমন মিয়া (২২) ও ইরাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল (১৯)।
অপরদিকে ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা বড়িসহ আলাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন বাবুকে (২২) আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা-২ এর ওসি মো. সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের ১৯ জানুয়ারি দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।