জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী ও ২২ জন দুস্থ নারীকে ১৮ জানুয়ারি বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট ব্যাট, ফুটবল, ভলিবল, কেরাম, রশি ও বিভিন্ন ইউনিয়নের দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় চত্বরে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় উপজেলা প্রকৌশলী মো. শামছুল ইসলাম সহ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।