বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুর দেওয়ানগঞ্জে নগত নগদ টাকা ও জয়া খেলার সরঞ্জাম সহ হেলাল উদ্দিন (৪৫), আকা মিয়া (৪৫), ফারুক হোসেন (৫০) ও আফাজ শেখ (৫০) নামে ৪ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-২, দেওয়ানগঞ্জ।
১৭ জানুয়ারি রাতে ডিবি পুলিশের একটি দল পৌর শহরের চরকালিকাপুর অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা পৌর শহরের পূর্ব চুনিয়াপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হেলাল উদ্দিন, উত্তর কালিকাপুর গ্রামের তছির উদ্দিনের ছেলে আকা মিয়া, জসিজল হক খোকার ছেলে ফারুক হোসেন ও চর কালিকাপুর গ্রামের তারাজল হকের ছেলে আফাজ শেখ।
ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ সুপারের নির্দেশক্রমে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে। ১৮ জানুয়ারি সকালে তাদের নিয়মিত মামলার মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।