জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে “প্রয়োজন যার, কম্বল তার” স্লোগান নিয়ে রাতে ঘুরে ঘুরে শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার রাতে পৌর এলাকা, মেরুরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
স্থানীয় এলাকার ছিন্নমূল, দুস্থ, প্রতিবন্ধী, মাদ্রাসা শিক্ষার্থী সহ পিছিয়ে পাড়া জনগোষ্ঠির সার্বিক খোঁজ খবর শেষে এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মজনুর রহমান উপস্থিত ছিলেন।
ইউএনও অহনা জিন্নাত জানান, গারো পাহাড়ি এই জনপদে শীতের তীব্রতা ব্যাপক। উত্তরের হিমেল হাওয়ায় অসহায় ছিন্নমূল মানুষ গুলো খুবই কষ্টে রয়েছেন তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রাতে ঘুরে ঘুরে খোঁজ নিয়ে যার প্রয়োজন কেবল তাকেই কম্বল বিতরণ করে যাচ্ছি আমরা।