জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ হয়েছে।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের ব্যক্তিগত উদ্যোগে সোমবার (১৫ জানুয়ারি) খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে ২ হাজার ১৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন ।
কম্বল বিতরণকালে পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর ছাড়াও পৌর কাউন্সিলর হারুন অর রশিদ, আবুল কালাম আজাদ, আখতার হোসেন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নজরুল ইসাম সওদাগর এসময় যেকোন প্রয়োজনে পৌরবাসীর পাশে থাকার ঘোষণা দেন।