মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ৭ জানুয়ারি সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টার দিকে জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পৌরসভার বজরাপুর হাজীপাড়ায় বৃদ্ধ সামছুল হক (৬০) আনসার সদস্যদের সহায়তায় তাদের কোলে উঠে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোট প্রয়োগ করেন। ভোট শেষে তাদেরই সহায়তায় বের হয়ে যান।
জানা যায়, বৃদ্ধ সামছুল হক প্রতিবছরই ভোট কেন্দ্রে এসে তার ভোট প্রয়োগ করেন। প্রতিবারের ন্যায় এবারও তিনি ভোট কেন্দ্রে এসে ভোট দেন।
বৃদ্ধের পরিবার জানান, সামছুল হক দীর্ঘদিন ধরে পায়ের সমস্যাজনিত কারণে চলাফেরা করতে পারেন না। তবুও ভোট দেওয়া তার নেশা।
পরিবারের অভিযোগ তিনি বর্তমানে বিভিন্ন সমস্যায় ভুগলেও সরকারি কোন সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তারা এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
উল্লেখ্য, জামালপুর-৫ (সদর) আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ৪৮০। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৪ হাজার ৫৭৫, নারী ভোটার ২ লাখ ৭৭ হাজার ৮৯৮ ও তৃতীয় লীঙ্গের ভোটার ৭ জন।